গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের পল্লি চিকিৎসক দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে গতকাল সোমবার সকাল সাতটার দিকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। চাঁদার দাবিতে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে চাঁদাবাজরা বোমা দুটি ফেলে যায় বলে জানান গৃহকর্তা।
গৃহকর্তা দেলোয়ার হোসেন জানান, গত কয়েকদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে চরমপন্থি নেতা পরিচয়ে তার মোবাইলে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বোমা মেরে প্রাণনাশের হুমকি দেয়। আজ ভোরে ওই ব্যক্তি মোবাইলে ফোন করে বাড়ির সামনে রাখা বোমার বিষয়ে অবগত করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা উদ্ধার করা হয়। এগুলো পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রিয় করে থানায় আনা হয়। আতঙ্ক সৃষ্টির জন্য বোমা রাখা হয়েছে। তবে প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল নম্বরের সূত্র ধরেই চাঁদাবাজকে আটকের প্রক্রিয়া চলছে।