ঝিনাইদহের কোটচাঁদপুরে ভাইয়ের হাতে ভাই খুন

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরের দুধসরা গ্রামের বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আব্দুস সালাম (২৫) নিহত হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গত পরশু লাঠির আঘাতে জখম হন সালাম। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তারা দুজনই উপজেলার দুধসরা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির জানান, জেলার কোটচাঁদপুর উপজেলার দুধসরা গ্রামের ফয়েজ উদ্দিনের সেজো ছেলে শামসুল ইসলাম ও ছোট ছেলে আদ্বুস সালামের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে গত ২৫ এপ্রিল সন্ধ্যা বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে সেজো ভাই শামসুল ইসলাম ছোট ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। এতে আব্দুস সালাম মারাত্মকভাবে আহত হয়। তাকে প্রথমে স্থানীয় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার সকাল ৮টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Leave a comment