স্টাফ রিপোর্টার: চালকবিহীন কোনো যাত্রীবাহী ট্রেন ২৬ কিলোমিটার উল্টোদিকে যাওয়ার ঘটনা বাংলাদেশ রেলওয়ের প্রথম ঘটনা, যা কখনও কল্পনাও করা যায়নি। ১২ এপ্রিল রাজবাড়ী-দর্শনা লাইনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাটি পুরো রেলওয়েতেই নয়, দেশবাসীর মনেও আতঙ্ক সৃষ্টি করেছে। কথাগুলো বলছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আফজাল হোসেন। ওই ঘটনায় ট্রেনটির গার্ড, চালক ও সহকারী চালককে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে তারা তিনজনই জেলহাজতে রয়েছেন।
মো. আফজাল হোসেন গত রোববার জানান, একটি যাত্রীবাহী ট্রেন উল্টোদিকে যাওয়ার ঘটনায় তারাও শঙ্কিত। এমন একটি ভয়াবহ ঘটনায় বহু যাত্রীর প্রাণ যেতে পারত। ঘটনাটি এতোই ভয়ঙ্কর ও আতঙ্কের ছিলো, যাত্রীরা প্রাণ বাঁচাতে চিৎকার করছিলেন।
তিনি বলেন, ঘটনার পরপরই দায়িত্বে চরম অবহেলার কারণে ট্রেনটির গার্ড সুবাশচন্দ্র শর্মা, চালক মোহাম্মদ আলী ও সহকারী চালক ফয়সাল শরীফকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির পর্যালোচনা শেষে তিনজনকে চাকরিচ্যুত করা হয়। ঘটনার পরপরই তিনজনকে গ্রেফতার করা হয়।