মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেরপুর বড় বাজারের ব্যবসায়ী আনোয়ারুল হাসানের পিতা মরহুম আবুল হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার ভোরে পৌর কবরস্থানে কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। বাদ জোহর মরহুমের বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে জানান মরহুমের নাতি সাংবাদিক আফসারুল হাসান সুমন।