মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: মাদকসেবনের দায়ে মেহেরপুরের ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান তার কার্যালয়ে ওই আদেশ দেন। মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের আফতাব আলীর ছেলে বজলু মাদক সেবন অবস্থায় সকালের দিকে পুলিশ আটক করে। পুলিশ দুপুরের দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ওই সাজা দেন। ওই দিনই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।