আলমডাঙ্গার শ্যামপুরে মারামারি ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার শ্যামপুরে তুচ্ছ ঘটনার জের ধরে মারামারি ঘটনায় থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার শ্যামপুরে ওরস্যালাইন বিক্রিকে কেন্দ্র করে গত শুক্রবার একই বংশের দু পক্ষ মারামারি করে উভয়পক্ষে ৩ জন আহত হয়েছে। একদিকে আহত হয়েছেন শ্যামপুরের মৃত জয়নাল আবেদীনের ছেলে সাইদুর রহমান। অন্যপক্ষে ভাদু মণ্ডলের ছেলে ওল্টু ও বিল্লালের ছেলে সেলিম রেজা নেপাল। এক পক্ষের দুজন বর্তমানে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যপক্ষের সাইদুর রহমানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় উভয়পক্ষ আলমডাঙ্গা থানায় পরস্পর লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত সাইদুর রহমান বাদী হয়ে বিরোধীপক্ষের ৫-৬ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে তার প্রতিপক্ষ ওল্টু বাদী হয়ে পরে ৫ জনের নামে থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।