স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে গতকাল সোমবার বিকেলে নির্মাণাধীন ব্রিজ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহত হেলালউদ্দিন (২২) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বরইচরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘারুয়া ইউনিয়নের ফিডার সড়কের ভদ্রখালি খালের ওপর সেতুর সাটারিং ও ঢালাইয়ের কাজ শুরু হয় সকালে। বিকেলে কাজ শেষের পর্যায়ে আকস্মিক ব্রিজটি ধসে পড়ে। এ সময় কাজ করতে থাকা শ্রমিকরা ব্রিজের নিচে চাপা পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানায়, ব্রিজটি ধসের ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।