দর্শনা অফিস: চিনিকলের ফার্মাসিটিক্যাল থেকে ভিনেগার চুরি করে বের হওয়ার সময় এক নিরাপত্তাকর্মীর হাতে পাকড়াও হলেন আরেক নিরাপত্তাকর্মী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কেরুজ চিনিকলের চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মী হায়দার আলী মিলের ফার্মাসিটিক্যাল থেকে ১ বোতল ভিনেগার চুরি করে বের হচ্ছিলেন ৩ নং গেট দিয়ে। হায়দারকে সন্দেহজনকভাবে নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম তার দেহ তল্লাশি চালান। হায়দারের কাছ থেকে ১ বোতল কেরুজ উৎপাদিত ভিনেগার উদ্ধার করা হয়। বিষয়টি জানানো হয় মিলের প্রশাসন বিভাগকে। মিলের ব্যবস্থাপনা পরিচালক হাজি এবিএম আরশাদ হোসেন সংশ্লিষ্ট বিভাগের কর্তাকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সাথে সাথে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় হায়দারকে। নবাগত এমডি আরশাদ হোসেন যোগদানের পর থেকে বিভিন্ন অপরাধে দুজনকে চাকরিচ্যুত করলেন।