খাদ্য নিরাপত্তায় মাস্টার্স ও পিএইডি কোর্স

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে প্রথমবারের মতো খাদ্য নিরাপত্তায় মাস্টার্স ও পিএইডি কোর্স শুরু হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি (আইসিএফ) ওই দুটি কোর্সের ডিগ্রি প্রদান করবে। গতকাল সোমবার আইসিএফের পরিচালক অধ্যাপক ড. মো. আলী আকবর এক সংবাদ সম্মেলনে ওই বিষয়টি জানান। তিনি বলেন, মাস্টার্সের জন্য এন্টার্নসিপ এমএস ইন সাসটেইঅ্যাবল এগ্রিকালচার ও প্রফেশনাল এমএস ইন ফুড সিকিউরিটি নামে দুটি কোর্স চালু হয়েছে। এছাড়াও এ প্রতিষ্ঠানের আওতায় খাদ্য নিরাপত্তার সর্ম্পকিত বেশকিছু স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। জুলাই-ডিসেম্বর-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে যেসব শিক্ষার্থী কৃষি সম্পর্কিত বিষয়ে স্নাতক সম্পন্ন করেছে তারা ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবে। ওই বিষয়ে সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (icf-bau.com) অথবা ০১৭৯৭৪৬৯০৭৩ নম্বরে পাওয়া যাবে।