ইংলিশ ফুটবলের বর্ষসেরা হ্যাজার্ড

মাথাভাঙ্গা মনিটর: চেলসির এডেন হ্যাজার্ড ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইন ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়াকে হারিয়ে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) পুরস্কারটি জেতেন বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড। এবারের প্রিমিয়ার লিগ শিরোপা জেতার খুব কাছে পৌঁছে যাওয়া চেলসির হয়ে মরসুম জুড়ে দারুণ খেলছেন ২৪ বছর বয়সী হ্যাজার্ড। এ সময় মোট ৩৩ ম্যাচ খেলে ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৮টি গোল করান তিনি।