মাথাভাঙ্গা মনিটর: কাম্প নউয়ে বার্সেলোনাকে চমকে দেয়া সেল্তা দি ভিগো এ দিনও অঘটনের আভাস দিয়েছিলো। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জয়ের পথে বাধা হতে পারেনি পয়েন্ট তালিকার নবম স্থানে থাকা দলটি, ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। এ জয়ে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে ব্যবধান ফের ২ পয়েন্টে কমিয়ে আনলো রিয়াল। ৩৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৯। গত নভেম্বরে বার্সেলোনাকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছিল সেল্তা। গত রোববার রাতেও শুরুতে অমন কিছুরই আভাস দেয় দলটি। ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিট থেকেই রিয়ালের রক্ষণে চাপ বাড়াতে থাকে সেল্তার আক্রমণভাগ। নবম মিনিটে নোলিতোর একক নৈপুণ্যে এগিয়েও যায় তারা। এরনান্দেসের এই গোলের মধ্য দিয়ে রিয়ালের জয়টাও নিশ্চিত হয়ে যায়।