শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘কিল-দিল’ ছবিতে। কিন্তু তারপর থেকে আর দেখাই নেই পরীনিতির। এদিকে নতুন বছরে কোনও ছবিতে কাজ করছেন এমন খবরও নেই। তবে এবার অপেক্ষার দিন শেষ নিজ ফর্মে ফিরছেন ইশকজাদে। আর তাঁকে পর্দায় হাজির করছেন দিদি প্রিয়াঙ্কা।
আবার ও ছবি প্রযোজনা করতে চলেছেন প্রিয়াঙ্কা। না এটা কোন নতুন খবর নয়। কিন্তু যা নতুন তা হল বোন পরীনিতির জন্য এবার প্রযোজকের পোশাক গায়ে পড়বেন পিগিচিপস। শুধু তাই নয় কোন ছবি প্রযোজনা করবেন তার দায়িত্বও দিয়েছেন বোনের উপর।
বলি-অন্দরের খবর, “পরীনিতির ঝুলিতে এখন বেশ কয়েকটি ছবির অফার আছে। আর এর মধ্যে থেকে পরী যে ছবিটি বেছে নেবেন দিদি সেই ছবিটিতেই দায়িত্ব সামলাবেন প্রযোজক রূপে”।
ইন্ডাস্ট্রিতে এই দু’বোনের কেমিস্ট্রির কথা জানতে কারও বাকি নেই। এখনও দিদি ছাড়া নাকি এক পা-ও এগোনোর কথা ভাবতে পারেন না পরী। সব সময় দিদির পরামর্শের দরকার হয় তাঁর। অন্যদিকে দিদি ও বোনকে আগলে রাখেন সযত্নে।
‘লেডিস ভার্সের রিকি বেল’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন পরিনিতি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ছবির স্ক্রিস্ট নির্বাচনে।