চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত

সকল প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রমিকদের কর্মসূচিতে যোগদানের আহবান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম আনজুমান আরা, শ্রমিক নেতা আফজাল হোসেন, এম জেনারেল ইসলাম ও ইসলাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আগামী ১ মে শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সমবেত শেষে ৱ্যালি অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। সভায় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, দিবসটিতে হোটেল-রেস্তোরাঁসহ সকল প্রতিষ্ঠান বন্ধ রেখে মহান মে দিবসের কর্মসূচিতে শ্রমিকদের যোগদান করতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment