বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার নেহালপুর গ্রামে পল্লী বিদ্যুতের পার্শ্ব সংযোগ না দেয়ায় ক্ষুব্ধ হয়ে মা-বোনসহ ৩ জনকে পিটিয়ে জখম করেছে ইছা ও তার লোকজন।
অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর দক্ষিণপাড়ার ফতের আলীর ছেলে রফিকুলের নিকট পল্লী বিদ্যুতের পার্শ্ব সংযোগ চায় প্রতিবেশী ভাদু সর্দারের ছেলে ইছাহক। বিদ্যুতের পার্শ্ব সংযোগ দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ হওয়ায় বিদ্যুত সংযোগ দিতে অপারগতা প্রকাশ করে রফিকুল। বিদ্যুত সংযোগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে গত সোমবার বিকেল ৫টার দিকে লাঠিসোঁটা নিয়ে রফিকুলের ওপর হামলা চালায় ইছাহক, ছেলে শফিকুল, ভাই আরজেল ও তাইজে। এ সময় রফিকুলের মা ফিরোজা বেগম ও বোন কাকলী খাতুন ঠেকাতে এলে তাদেরকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। এ বিষয়ে ইছাহক ও তার লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।