স্টাফ রিপোর্টার: এবার খুলনার ম্যাচের মধ্যদিয়ে টাইগারদের টেস্ট মিশন শুরু হবে। এ লক্ষ্যে গত শনিবার রাতেই মুসফিক ও মিসবাহবাহিনী খুলনায় পৌঁছেছে। রাত ৭টায় দু দলই খুলনার হোটেল সিটি ইনে প্রবেশ করে। তারা ইউএস এয়ার বাংলার ফ্লাইটে যশোর আসার পর বাসযোগে খুলনায় আসে। হোটেলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় হোটেলের আশপাশে উৎসুক জনতার ভিড় ছিলো। প্রশাসনের কড়া নিরাপত্তার কারণে প্রিয় খেলোয়াড়দের দূর থেকেই দেখার চেষ্টা করেছেন আগ্রহী দর্শকরা। ঢাকা মিশনে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সফলতার পর ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এখন খুলনার দিকে।
গতকাল রোববার সকালেই অনুশীলনে নামবে মিসবাহবাহিনী। শেখ আবু নাসের স্টেডিয়ামে সকাল ১০টা থেকে অনুশীলন করবে সফরকারীরা। আর বিকেলে একই ভেন্যুতে অনুশীলন করবে মুশফিকুর রহিমের দল। আজ সোমবার সকালে অনুশীলন করবে বাংলাদেশ দল, বিকেলে অনুশীলন করবে পাকিস্তান। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু দু দেশের মধ্যকার প্রথম টেস্ট লড়াই। খুলনা টেস্টের জন্য সোমবার থেকে টিকেট বিক্রি শুরু করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। খুলনা শাখার ম্যানেজার মো. মোসলেহ উদ্দিন বলেন, ২৭ এপ্রিল থেকে টিকেট বিক্রি শুরু হবে। প্রথম দিন টেস্টের প্রথম দিনের খেলা অর্থাৎ ২৮ এপ্রিলের টিকেট বিক্রি হবে। পর্যায়ক্রমে টিকেট বিক্রি চলবে। টিকেট বিক্রিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য প্রশাসনের সহযোগিতা নেয়া হবে।