আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আওয়ামী লীগ থেকে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর জনসভায় গতকাল মঙ্গলবার যোগদান করেছেন এমপি ছেলুন ও খোকন উভয় গ্রুপের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাফসির আহমেদ লাল চেয়ারম্যানের নেতৃত্বে ৫টি মাইক্রোবাস নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের বেশকিছু নেতাকর্মী আলমডাঙ্গা থেকে যাত্রা করেন। এছাড়া সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান জিপুর নেতৃত্বে চুয়াডাঙ্গা থেকে ১৫টি মাইক্রোবাসযোগে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করেন। এ সময় তারা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকনের নামে নানা ব্যানার ও ফেস্টুন বহন করে নিয়ে যান। এ সময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিংকু জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মেদ, সাবেক দপ্তর সম্পাদক মতি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সিনিয়র সহসভাপতি মোমিনুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মিলন, রাজ্জাক প্রমুখ।
এদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও মাসুদ রানা তুহিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নামে নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে দুটি বাসযোগে আলমডাঙ্গা থেকে নেতাকর্মী প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করেন। তাছাড়া খাসকররা ও মুন্সিগঞ্জ থেকেও নেতাকর্মীরা পৃথকভাবে জনসভায় যোগদান করেন বলে জানা গেছে।