জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত

 

জীবননগর ব্যুরো: জমে ওঠা জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। গত সোমবার এ আদেশ এসেছে বলে জানা গেছে। এর ফলে আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিতব্য জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান পরিষদের মেয়াদ গত ৮ আগস্ট শেষ হয়। কমান্ডার নিজামউদ্দিনসহ বর্তমান পরিষদ ওই দিনই উপজেলা নির্বাহী অফিসারের নিকট দায়িত্বভার অর্পণ করেন। এ দায়িত্ব অর্পণের পর ইউএনও সাজেদুর রহমান জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন। আগামী ২১ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। গত ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েন। এ অবস্থায় অজ্ঞাত কারণে এ নির্বাচন স্থগিত ঘোষণা করে সোমবার পত্র দেয়া হয় বলে জানা গেছে।