দামুড়হুদার ইউপি সদস্য রাশেদার আইনি সহায়তা চেয়ে মানবতায় আবেদন

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ইউপি সদস্য রাশেদা মমতাজ আইনি সহায়তা চেয়ে চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছেন। গতকাল শনিবার দুপুরে মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার এ আবেদন গ্রহণ করেন।

মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৯ এপ্রিল কর্মসস্থান কর্মসূচির অধীনে দামুড়হুদা চিৎলা গুচ্ছগ্রামে রাস্তা মেরামতের কাজ তদারকি করছিলনে দায়িত্বপ্রাপ্ত ইউপি মহিলা সদস্য রাশেদা মমতাজ। ওই কাজে ইউপি সদস্য মাসুদ অতিরিক্ত ৫ জন শ্রমিকের নাম অন্তর্ভুক্তির জন্য রাশেদাকে বলেন। তিনি রাজি না হওয়ায় মাসুদ তার ওপর চড়াও হন। একপর্যায়ে রাশেদাকে কোদাল দিয়ে আঘাত করেন মাসুদাকে। রাশেদা দামুড়হুদা থানায় মামলা দায়ের করলেও আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। পুলিশ আসামিদের গ্রেফতার না করায় গতকাল আইনি সহায়তা চেয়ে রাশেদা মানবতা ফাউন্ডেশনে আবেদন করেন। আবেদন গ্রহণের সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার তথ্য কর্মকর্তা অ্যাড. নওশের আলী, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দিন হাবলু, মোটিভেশন কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝুমুর, দামুড়হুদা উপজেলা প্রচার সম্পাদক অ্যাড. মাসুদুর রহমান টিটন, সদস্য আসাদুজ্জামান আশা প্রমুখ।

Leave a comment