স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও সহকারী শিক্ষক গোলাম রহমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় হলরুমে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মানোয়ারুল ইসরাম মানু। বিশেষ অতিথি ছিলেন বিদায়ীয় দু শিক্ষকসহ পরিচালনা পরিষদের সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. নূর হোসেন। বক্তব্য রাখেন ছাত্র শাকিরুল ইসলাম, শিক্ষক রেজউল হক, ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ, আশরাফুল হক প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন, সমাজের শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। দুজন শিক্ষককে সম্মানের সাথে বিদায় জানানোটাও গর্বের। এ আয়োজন অবশ্যই অন্য শিক্ষকদের দায়িত্বপালনে অনুপ্রাণিত করবে।