ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ট্রাকচাপায় সবুজ হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার চুটলিয়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ঝিনাইদহ শহরের কাঞ্চননগরপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সবুজ মোটরসাইকেলযোগে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরে ফিরছিলো। সে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের চুটলিয়ার মোড় নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে একটি ট্রাক চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবুজের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় এখনও কোনো মামলা হয়নি।