ঝিনাইদহে মাংস ব্যবসায়ীর জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: নোংরা পরিবেশে পশু জবাই করার অপরাধে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারের মাংসব্যবসায়ী রাজন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সকালে নতুন হাটখোলা বাজারে অভিযান চালান। এ সময় নোংরা পরিবেশে পশু জবাই করার অপরাধে ব্যবসায়ী রাজন মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ২০১ ধারা মোতাবেক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

Leave a comment