দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারের মরিয়ম ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করেছেন জেলা ড্রাগ সুপার। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ড্রাগ সুপার অভিযান চালান দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারের আব্দুর রাজ্জাকের মরিয়ম ফার্মেসিতে। প্রায় দু ঘণ্টাব্যাপি অভিযান চালিয়ে ড্রাগ সুপার ওই ফার্মেসি থেকে বিভিন্ন কোম্পানির প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার মেয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করেন। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিলো বলে এলাকাবাসী জানায়।