দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামে গোখরা সাপের দংশনে ছোট বদ্দি (৩৬) নামে এক সাপুড়ে মারা গেছে। গত সোমবার রাত ১২টার দিকে জিরাট গ্রামের সাপুড়ে তেজের আলীর ছেলে ছোট বদ্দি একই গ্রামের ঠাণ্ডু ডাক্তারের বাড়িতে সাপ ধরতে যায়। গর্ত থেকে সাপ বের করার সময় অসাবধানতাবশত বিষধর গোখরা তার হাতের আঙুলে দংশন করে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।