সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে বিএনপি সমর্থক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার পাটকেলঘাটায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে বিএনিপর এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের জানায়, গুলিবিদ্ধ যুবক শাহজাহান সরদার (৪২) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সড়কে ডাকাতির সময় বন্দুকযুদ্ধের পর তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দু পুলিশ সদস্যও আহত হয়েছেন। তবে গুলিবিদ্ধ শাহজাহানের পরিবারের দাবি শাহজাহান ডাকাত নন। বিএনপির একজন সাধারণ সমর্থক তিনি। তাকে আটকের তিনদিন পর শুক্রবার রাতে তার পায়ে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ শাহজাহান সরদার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের গহর সরদারের ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কায়েমখোলায় রাস্তায় গাছের গুড়ি ফেলে একদল ডাকাত ডাকাতি করছে এমন খবর পেয়ে তিনি দ্রুত এসআই মধুসূদন মণ্ডল ও এএসআই হাফিজুরের নেতৃত্বে পুলিশের দুটি টিম সেখানে পাঠান। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দু রাউন্ড গুলি, গুলির  খোসা, চাপাতি, হাতুড়ি ও করাত জব্দ করা হয়েছে। গুলিবিদ্ধ শাহজাহান ও আরও নয়জনের নাম উল্লেখ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a comment