আলমডাঙ্গা ব্যুরো: গতকাল মঙ্গলবার দিনদুপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর ও ডম্বলপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ছিনতাইকারীরা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলমডাঙ্গা আনন্দধামের জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে কুষ্টিয়া যাওয়ার পথে গতিরোধ করে অস্ত্রের মুখে তার কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা আনন্দধামের মৃত ইউনুচ আলী চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন আর একটি মোটরসাইকেল কিনতে। শ্রীরামপুর ও ডম্বলপুর গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছুলে অজ্ঞাত ৪/৫ জন ছিনতাইকারী তার মোটরসাইকেল গতিরোধ করে। সেসময় তারা অস্ত্র দেখিয়ে জাহাঙ্গীর আলমের কাছে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।