দামুড়হুদায় প্রতিপক্ষের হেঁসোর কোপে ৩ জন রক্তাক্ত জখম

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চিৎলা গ্রামে জোরপূর্বক বসত ভিটার জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হেঁসোর কোপে একই পরিবারের ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদার চিৎলা গ্রামের হাজি আ. সাত্তারের বসতভিটার জমি নিয়ে প্রতিবেশী মোহাম্মদ আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মোহাম্মদ আলী ও তার দু ছেলে জিয়ার উদ্দিন (৩৫) এবং সবাহানসহ (৩৮) ৭-৮ জন সাত্তার হাজির বসতভিটার পাঁচিল ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়। এ সময় তাদের বাধা দিতে গেলে মোহাম্মদ আলীর লোকজনের হাতে থাকা হেঁসো দিয়ে এলোপাতাড়ি কোপ শুরু করে। হেঁসোর কোপে সাত্তার হাজির ছেলে আবু বক্কর সিদ্দিক ( ২৮), মা নারগিছ খাতুন ও স্ত্রী হাজেরা খাতুন রক্তাক্ত জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ ঘটনায় আহত আবু বক্কর বাদী হয়ে মোহাম্মদ আলীসহ ৬ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।