মাথাভাঙ্গা মনিটর: বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের করা গয়নার একটি বিজ্ঞাপন সমালোচনার মুখে পড়ার পর তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, বিজ্ঞাপনটি বর্ণবাদী এবং তাতে শিশু দাসত্বকে উৎসাহিত করা হয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, হালকা পাতলা কৃষ্ণাঙ্গ এক শিশু রত্ন-পরিহিত ওই অভিনেত্রীর মাথার ওপরে লাল রঙের একটি ছাতা ধরে আছে। এরপর কয়েকজন মিলে এ বিষয়ে ঐশ্বরিয়া রাইকে একটি খোলা চিঠি পাঠায়, যাতে তারা বিজ্ঞাপনটিকে চরম আপত্তিকর বলে অভিযোগ করে। ঐশ্বরিয়া রাইকে উদ্দেশ্য করে চিঠিতে তারা বলেন, আপনার অত্যন্ত শাদা চামড়ার সাথে কালো এ ছেলেটির ছবি উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে। তারা বলেন, এখানে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয় শ্বেতাঙ্গদের অভিজাততন্ত্র অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। জবাবে ওই অভিনেত্রীর প্রচারণার দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ওই ছাতা ছাড়াই তার ছবি তোলা হয়েছিলো। ঐশ্বরিয়ার পাবলিসিস্ট এক বিবৃতিতে জানান, ওই ব্র্যান্ডের ক্রিয়েটিভ টিম চূড়ান্ত এ ছবিটি তৈরি করেছে।