স্টাফ রিপোর্টার: প্রায় এক হাজার টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরের সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। গতকাল শুক্রবার বেলা ১টায় এ ঘটনা ঘটে। জাহাজটিতে কয়লা আমদানি করেন সালাউদ্দিন আলি আহমেদ নামে সিলেটের এক ব্যবসায়ী। সকাল ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলো। দুপুর ১টায় সন্দ্বীপ চ্যানেলের লালবয়ারচর এলাকায় পৌঁছুলে প্রবল বাতাসের কারণে ডুবে যায়। জাহাজটিতে ৯ জন নাবিক ছিলেন। তাদেরকে পাশ থেকে যাওয়া অপর দুটি জাহাজ উদ্ধার করে।