দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নবগঠিত নাটুদাহ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নাটুদাহ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, মেহেরপুরের আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চারুলিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম, চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার প্রমুখ। আলোচনা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে প্রাক্তন জমিদার নফর পাল চৌধুরীর বসতভিটা (সদর পুকুর) নামক স্থানে নাটুদাহ ইউপির অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউনিয়নের নবনির্বাচিত সকল ইউপি সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার।
দামুড়হুদার সদর পুকুরে নাটুদাহ ইউপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন
