স্টাফ রিপোর্টার: লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের জনস্বার্থে ২৫ এপ্রিল শনিবার ভোর ছয়টা থেকে আগামী ১ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয়। ঢাকা দক্ষিণ-উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে এবং সারাদেশে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রোধ করতে আর্মস অ্যাক্ট-১৮৭৮’র ধারা ১৭ (১) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এতথ্য উল্লেখ করা হয়েছে। একই সাথে আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও বলা হাছে। তবে এ আদেশে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার সাথে সংশ্লষ্টি সব বাহিনীর সদস্য, সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের জন্য এ নির্দেশ প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।