মাথাভাঙ্গা মনিটর: ধর্মকে অবৈধভাবে ব্যবহারের দায়ে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাউয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমানের নির্বাচন বাতিল করেছেন নির্বাচনী আদালত। ২০১৪ সালের ওই মেয়র নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। লন্ডনের একটি নির্বাচনী আদালত বৃহস্পতিবার টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভুত এ মেয়রের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। কয়েক সপ্তা ধরে শুনানির পর নির্বাচনী আদালত লুৎফরের বিরুদ্ধে অভিযোগ গঠন করলো। এদিকে চার ভোটারের দায়ের করা একই অভিযোগে লন্ডনের হাইকোর্টে শুনানি চলছে। নির্বাচন কমিশনার রিচার্ড ম্যারে জানিয়েছেন, লুৎফরের বিরুদ্ধে নির্বাচনে দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় আসা ও ধর্মকে অবৈধভাবে ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। একই সাথে ২০১৪ সালের মে’তে অনুষ্ঠিত ওই মেয়র নির্বাচন আবারো অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তিনি। পরবর্তী নির্বাচনে লুৎফর অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান তিনি।