ভাব নিয়ো না বেশি বেশি
খবর আছে শেষে,
ছু মন্তর ফু মন্তর
আপনি গেলেন ফেঁসে।
লাগছে কেমন বলতে পারেন
পানির মতো ভেসে,
সাহস ভালোই এদিক ওদিক
চলেন হেসে হেসে।
ধরা খেলেন এ সরকারের
শেষ শেয়াদে এসে,
আহ বাছা কি যে হলো
শিক্ষকতার বেশে।
-আহাদ আলী মোল্লা
বস্তুনিষ্ঠতায় প্রতিশ্রুতিবদ্ধ
ভাব নিয়ো না বেশি বেশি
খবর আছে শেষে,
ছু মন্তর ফু মন্তর
আপনি গেলেন ফেঁসে।
লাগছে কেমন বলতে পারেন
পানির মতো ভেসে,
সাহস ভালোই এদিক ওদিক
চলেন হেসে হেসে।
ধরা খেলেন এ সরকারের
শেষ শেয়াদে এসে,
আহ বাছা কি যে হলো
শিক্ষকতার বেশে।
-আহাদ আলী মোল্লা