ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দির চারমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে গাড়ির চালকসহ দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাকচালক ঘোড়ারামা গ্রামের বাবর আলীর ছেলে সুমন (২৫) ও লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মামুন (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোয়ালপাড়া থেকে ঝুটভর্তি একটি ট্রাক যশোর বেনাপোল যাচ্ছিলো। পথিমধ্যে চারমাইল এলাকায় পৌঁছুলে ট্রাকটির সামনের চাকা পাংচার হয়। সে সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক সুমন ও সহকারী মামুন (২৩) আহত হন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।