স্টাফ রিপোর্টার: যশোরের সিংগিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিঙে সিমেন্ট বোঝাই ট্রাকের পাতি ভেঙে পড়ায় খুলনার সাথে একঘণ্টা সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রাকটি অপসারণ করা হলে সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।
যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইফুজ্জামান জানান, সিংগিয়া স্টেশনের কাছে লেভেলক্রসিং গেট টি-৫০’র ওপরেই সিমেন্ট বোঝাই একটি ট্রাকের পাতি ভেঙে পড়ে। এ কারণে খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যশোর স্টেশনে আটকা পড়ে খুলনাগামী চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ও রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেন। পরে স্থানীয়দের সহায়তায় পাতি ভেঙে পড়া ট্রাকটি অপসারণ করা হলে সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।