মাথাভাঙ্গা মনিটর: জাপানের একটি ম্যাগনেটিক লেভিটেশান ট্রেন নিজের গড়া রেকর্ড ভেঙেছে। মাউন্ট ফুজিতে পরীক্ষামূলক যাত্রায় ট্রেনটি ঘণ্টায় ৬৩০ কিলোমিটার বেগে ছুটে এ নতুন রেকর্ড গড়ে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত সপ্তায় ৫৯০ কিলোমিটার বেগে ছুটে বিশ্ব রেকর্ড গড়েছিলো এ ট্রেন। সেন্ট্রাল জাপান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে টোকিও ও নাগোয়া শহরের মধ্যে এ ট্রেনের মাধ্যমে সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে ট্রেনের যাত্রীরা এতো দ্রুতগতির অভিজ্ঞতা পাননি। কেননা, যাত্রীর থাকা অবস্থায় সেন্ট্রাল জাপানের ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৫০৫ কিলোমিটার করা হয়।
নিজের রেকর্ড ভাঙলো জাপানের বুলেট ট্রেন
