জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল ও জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সমাজসেবক হাজি হেসাবুদ্দীন (৯৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পৌনে ৬টার দিকে জীবননগর পৌর কেন্দ্রীয় ইদগা ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর গোরস্তানে দাফন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বক্তব্য রাখেন- আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, দামুরহুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, মোশারফ হোসেন মিয়া, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরিদুর রহমান, জীবননগর পৌর মেয়র হাজি নোয়াব আলী, ভাইস চেয়াম্যান হাফিজুর রহমান, হাজি সাইদুর রহমান ধুন্দু, কাজী বদরুদোজ্জা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রুহুল অমিন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, কাউন্সিলর রফিকুল ইসলাম, হাসাদাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আক্তারুজ্জামান প্রমুখ। মরহুম হেসাবুদ্দীনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর, জীবননগর ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার নূর মোহাম্মদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আনোয়ারুল কবির, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান মো. শরিফ উদ্দীন, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক মাহাবুর রহমান বাবু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক নারায়ণ ভৈমিক, সাংবাদিক আবজালুর রহমান ধীরু, কাজী সামসুর রহমান ও মামুন-উর-রহমান, সালাউদ্দীন কাজল, আকিমুল ইসলাম, এসএস আবুল কালাম আজাদ, সাব্বির আহম্মেদ, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।