পিতার বাড়ি থেকে স্বামীগৃহে ফেরার পথে বাধা হলেন ভাই
স্টাফ রিপোর্টার: পিতার বাড়ি থেকে ৬ মাস পর স্বামীর হাত ধরে স্বামীগৃহেই ফিরতে চেয়েছিলো রাখি। পথিমধ্যে ভাইয়ের পিটুনিতে রাখি তার স্বামীসহ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বেলগাছি-ফার্মপাড়ায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা বেলগাছি রেলগেটের অদূরবর্তী স্থানের বাসিন্দা হাবিব ড্রাইভারের মেয়ে রাখির সাথে বিয়ে হয় দর্শনা শ্যামপুরের আব্দুল মণ্ডলের ছেলে বাদশার। বিয়ের পর দাম্পত্য কলহ দেখা দেয়। গত প্রায় ৬ মাস আগে রাখি তার পিতার বাড়ি ফেরে। পিতার বাড়ি ফেরার পর স্বামীর সাথে তার যোগাযোগ বিছিন্ন করা হয়। মোবাইলফোনেও প্রকাশ্যে কথা বলার জো ছিলো না রাখির। গোপনে স্বামীর সাথে যোগাযোগ করে। গতকাল সোমবার বিকেলে তার স্বামী বাদশা ফার্মপাড়াস্থ সাদ্দামের বাড়িতে ওঠে। সেখানে স্বামী-স্ত্রী দুজন একত্রিত হয়। রাখি তার স্বামীর হাত ধরে দর্শনার উদ্দেশের রওনা হওয়ার প্রাক্কালে টের পায় রাখির ভাই বিল্লাল। ছুটে গিয়ে রাখি ও তার স্বামীকে বেদম প্রহার করে। পিটুনিতে স্বামী-স্ত্রী দুজনই আহত হয়। এদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাখিকে কেন তার স্বামীর ঘর থেকে পিতার বাড়ি ফিরতে হয়েছিলো, কেন তার স্বামীর সংসারে যেতে দিতে পিতাসহ ভাইদের আপত্তি সে সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্য জানা সম্ভব হয়নি।