চুয়াডাঙ্গা সদর উপজেলার ২০১৪-২০১৫ অর্থবছরের শিক্ষা বৃত্তি প্রদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার ২০১৪-২০১৫ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলার পরিষদ সূত্রে জানা গেছে ২০১৪ সালে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় সদর উপজেলায় যার এ প্লাস পেয়েছে। তাদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। ৫৩ জনকে ২ লাখ ১২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেকের ৪ হাজার টাকা করে দেয়া হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম।

Leave a comment