মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারো ক্রিকেট মাঠের দুর্ঘটনা প্রাণ কেড়ে নিলো এক তরুণের। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন বেঙ্গল অনুর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক অঙ্কিত কেশরি (২৩)। গত শুক্রবার ভারতের কোলকাতার যাদবপুর কমপ্লেক্স মাঠে ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে ফিল্ডিং করছিলেন কেশরি। ইনিংসের শেষ ওভারে বোলার সৌরভের বলে একটি ক্যাচ ওঠে। সেটা ধরতে ফিল্ডার কেশরি ও বোলার সৌরভ দুজনেই দৌঁড়ে যান। এ সময় সৌরভের হাটু গিয়ে লাগে তার কাঁধে। এতে গুরুতর আহত হন কেশরি। হাসপাতালে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানেন এ তরুণ ক্রিকেটার। গতকাল সোমবার তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সকরা। তার মৃত্যুতে ক্রিকেট ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বড় বড় তারকারা সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক জানিয়েছেন।
আবারো ক্রিকেট মাঠের দুর্ঘটনায় মৃত্যু
