স্টাফ রিপোর্টার: পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান শহীদ আফ্রিদি বলেছেন, বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। টাইগারদের খেলার মান বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছুনোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন আহমেদ শেহজাদ, সোহেল তানভির ও মুক্তার আহমেদ। আফ্রিদি বলেন, বাংলাদেশি ছেলেরা এখন যেকোনো দলকে হারাতে সক্ষম। তাদের একটা ধারাবাহিকতা এসেছে। ওরা ভালো খেলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের আশঙ্কায় রয়েছে দলটি। আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।