মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন মোহাম্মদ নবী। এক টুইটার বার্তায় নবী এ পদত্যাগের বিষয়ে ঘোষণা দেন। ২০১৩ সালের মার্চ মাসে নওরোজ মঙ্গলের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন নবী। তার অধীনে আফগানরা ২০১৪ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক ৩২ রানের জয় পায়। এছাড়া গত জুলাইতে বুলাওয়েতে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরেও জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে সমতা ফিরিয়ে নিজেদের দারুনভাবে প্রমাণ করেছিলো। ২০১৫ বিশ্বকাপে ডানেডিনে গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায়। তবে ব্যক্তিগতভাবে নবীর পারফরমেন্স ততোটা আশাব্যঞ্জক ছিলো না। দীর্ঘদিনের ফর্মহীনতার কারণে তিনি অধিনায়কের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর চিন্তা করেছেন। গত চার মাস যাবত নবীর ব্যাট থেকে গড়ে মাত্র ১২.৪ রান এসেছে। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ক্যানবেরায় তিনি সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া বল হাতেও নিজেকে প্রমাণ ব্যর্থ হয়েছে। গত ১০ ম্যাচে পাঁচ ইকনোমি গড়ে মাত্র সাতটি উইকেটে দখল করেছেন।