স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় সেনা মোতায়েনের বিষয়ে বৈঠক হয়। তবে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। সেনা মোতায়েন হবে কী না তা সিইসির ঘোষিত সময়ের মধ্যেই জানিয়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কমিশনই সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টি প্রক্রিয়াধীন। আরও দু-একদিন পরে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে রয়েছেন বলে ইসির একটি সূত্র জানায়। অন্য চার কমিশনারের কেউ এর পক্ষে এবং কেউ বিপক্ষে অবস্থান করছেন। এর আগে রোববার প্রথম দফা বৈঠকে এ বিষয়ে র্যাব, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মতামত নেয়া হয়েছিলো।