স্টাফ রিপোর্টার: মাত্র ১৮ মাস বয়স শিশুটির। দু দিন ধরে বেশ আদর যত্মে বেড়ে উঠছে নতুন বাবা-মায়ের কাছে। নাম রাখা হয়েছে মিনা। মাত্র দু দিন আগে এক মহিলা অভাবের তাড়নায় মাত্র ৫০০ টাকায় বিক্রি করে গেছে ওই ফুটফুটে শিশুটিকে। কিন্তু যিনি বিক্রি করেছেন তার নাম কেউ বলতে না পরলেও বাড়ি ফেনী জেলায় বলে জানিয়েছেন মিনার নতুন বাবা ঈমান আলী (৩২)। শিশুকে কেনা-বেচার এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ গড্ডিমারী গ্রামে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিশুটি বাড়ির উঠোনে খেলা করছে। কখনো হাসছে আবার কখনো কাঁদছে। তবে এ হাসি কান্নার মাঝেই প্রায় নিজের সন্তানের মতো করে বড় করার স্বপ্ন আঁকছে তার নতুন বাবা-মা। কারণ আমার ঘরে দুটি ছেলে সন্তান থাকলেও কোনো মেয়ে নেই। ঈমান আলী জানান, যাওয়ার সময় শিশুটির মা শুধু কেঁদে কেঁদে বলেছেন, তার স্বামী তাকে প্রচণ্ড অত্যাচার করে। সন্তানদের খাবার দেয় না। তবে আবার কখনো এলে শিশুটিকে যেন একটু দেখতে দেয়া হয়, এমন কথা বলেই চলে যায় ওই মহিলা।