স্টাফ রিপোর্টার: মাগুরা-১ আসনে উপনির্বাচন আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে গতকাল সোমবার বিকালে মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ওই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। পরে কমিশন মাগুরা-১ আসনের নির্বাচনের আয়োজন করে। তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলে শেষ দিন ৩০ এপ্রিল, যাছাই-বাছাই ৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। নির্বাচনে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এছাড়া মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা ও ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। গত ৯ মার্চ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি দু কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।