মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে সরকারি বাহিনীর গোলা বর্ষণে এক মা ও তার পাঁচ সন্তানসহ মোট ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার এ হামলার ঘটনা ঘটে একটি পর্যবেক্ষক গোষ্ঠী এ কথা জানিয়েছে। সিরিয়ার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দায়েল এলাকায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে। নিহত ছেলেমেয়েদের প্রত্যেকের বয়সই ১৮ বছরের কম। একই হামলায় আরেকটি বাড়িতে দু ভাই নিহত হয়েছেন। গোষ্ঠীটি জানায়, আল-কারাক আল শারকি এলাকায় ব্যারেল বোমা হামলায় একই পরিবারের তিন নারী, এক শিশু ও এক দম্পতিসহ ৬ জন নিহত হয়। বিদ্রোহী নিয়ন্ত্রিত আফাস এলাকায় আরো দু বেসামরিক নাগরিক বিমান হামলায় নিহত হয়েছেন। অবজারভেটরির প্রধান রামি আব্দেল রাহমান বলেন, সম্প্রতি মাসগুলোতে দেরা প্রদেশের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতছাড়া হওয়ার পর সেখানে বিমান অভিযান জোরদার করা হয়।