খবর: ( দামুড়হুদায় মহিলা মেম্বারের ওপর পুরুষ মেম্বারের হামলা)
স্বার্থ নিয়েই দ্বন্দ্ব যতো
বিকিয়ে দাও স্বার্থকে,
নিজের খেয়ে পরের ভালো
আগে এমন পারতো কে?
কাজের বেলায় ফাঁকি শুধু
না করে তা সম্পন্ন,
যা লাগে তা দেবে না কেউ
ভজিয়ে দেয় কম পণ্য।
এমনিভাবেই চলছে এ দেশ
দেশের খাঁটি বন্ধু কে?
এসব কথা ভাবলে দেখি
দু চোখ ভাসায় মন দুখে।
-আহাদ আলী মোল্লা