চুয়াডাঙ্গা আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা

চিকিৎসাসেবার মান বাড়াতে আন্তরিক হওয়ার তাগিদ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আধুনিক সদর হাসপতালের লোকবল সঙ্কট কাটিয়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রতি দিয়ে কর্মরত সকল চিকিৎসক ও কর্মচারীদের সঠিক সময়ে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। একই সাথে হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধিতে সকলকে আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেছেন, দালাল ও যানজটমুক্ত পরিবেশ গড়তে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রশাসনেরও দায়িত্বশীল হওয়া দরকার।

চুয়াডাঙ্গা সদর আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় কমিটির সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সভাপতিত্ব করেন। গতকাল রোববার সকাল ১০টায় হাসপাতাল তত্ত্বাবধায়কের সম্মেলনকক্ষে অনুষ্ঠিতসভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মাসুদ রানাসহ কমিটির সদস্যরা উপস্থিত থেকে হাসপাতালে লোকবল সঙ্কট ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সভাপতি বক্তব্য দিতে গিয়ে বলেন, হাসপাতালে কিছু লোকবলের সঙ্কট রয়েছে। এ সঙ্কট কাটিয়ে ওঠার জন্য মন্ত্রণালয়ে তাগিদপত্র দেয়া হয়েছে। চেষ্টা চলছে। অচিরেই লোকবল সঙ্কট সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছি। তবে সঙ্কট আর সমস্যা সামনে মেলে ধরে দীর্ঘশ্বাস ছেড়ে নিজ নিজ দায়িত্ব পালনে গড়িমসি করলে চলবে না। কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীসহ কর্মকর্তারা হাসপাতালে সঠিক সময়ে উপস্থিত হয়ে, নির্ধারিত সময় পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে এলাকার সাধারণ মানুষ সঠিকভাবে চিকিৎসাসেবা পাবে বলে আমি বিশ্বাস করি। সে কারণে সকলকে এ দিকে আন্তরিক হয়ে চিকিৎসার মান বৃদ্ধি করতে হবে।

‌সভা শেষে তিনি হাসপাতালের পরিবেশ ঘুরে দেখেন। জরুরি বিভাগের সামনে অটোর যানজট দেখে তিনি তা অপসারণে মর্গ হাউজের সামনের ফাঁকা স্থানে অটো রেখে হাসপাতালের সামনের পরিবেশ যানজটমুক্ত রাখার তাগিদ দেন। একই সাথে তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার সার্থে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদেরও নজরদারির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।