আলমডাঙ্গায় নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা দুর্লভপুর ক্যাপ পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে। গত শনিবার বিকালে তাকে পোলতাঙ্গা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে হেলাল (২৫) নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার নামে আদালতে মামলা হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে সে দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর গত শনিবার দুর্লবপুর ক্যাম্পের আইসি এএসআই সাজ্জাদ তাকে গ্রেফতার করে থানায় নেন। হেলালকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হতে পারে বলে থানাসূত্রে জানা গেছে।

Leave a comment