মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক এমএ খালেককে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে ৬ নং ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত খোকন, আমঝুপি ইউপি সদস্য আকতার হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এর আগে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন আমঝুপি ইউপির ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন।