দামুড়হুদা প্রতিনিধি: সীমান্তে নারী ও শিশুপাচার রোধসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে দামুড়হুদা উপজেলার পৃথক দু সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে নিমতলা সীমান্তের ৭৬ নং মেন পিলারের নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার নাজমুল হক এবং বিএসএফ’র পক্ষে ১১৩ বিএসএফ গেদে ক্যাম্প কমান্ডার বলজিত শিং নেতৃত্ব দেন। অপরদিকে গতকাল বেলা ১১টার দিকে ঠাকুরপুরে চাকুলিয়া গ্রামের ৮৮ নং মেন পিলারের নিকট শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরপুর কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল আলম এবং বিএসএফ’র পক্ষে ১১৩ বিএসএফ মালুয়াপাড়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর আরএন মণ্ডল নেতৃত্ব দেন।